অনলাইন ডেস্ক
পাইলট জারা রাদারফোর্ড তার পাইলট বাবা-মা এর মতোই আকাশে ডানা মেলেছেন আগেই। এবার বিমানে একাকী বিশ্বভ্রমণের মিশন। এই লক্ষ্য অর্জনে তাকে আকাশপথে পাড়ি দিতে হবে ৫১ হাজার কিলোমিটার।
জারা রাদারফোর্ড বলেন, সারাজীবন স্বপ্ন দেখেছি বিমান চালিয়ে বিশ্ব ঘুরে দেখার। নিজের কাছেই অবশ্য তখন পাগলামি মনে হতো। বাবা-মাকে জানানোর পর তারা যথেষ্ট উৎসাহ দিয়েছেন।
বেলজিয়ামের কোর্টরিজিক ওয়েভেলগেম বিমানবন্দর থেকে বিশ্বযাত্রার সূচনা করেন তিনি। সঙ্গী বিশ্বের সবচেয়ে দ্রুতগামী মাইক্রোলাইট এয়ারক্রাফট- শার্ক আলট্রালাইট বিমান। তার পুরো যাত্রা সফল হলে ৩০ বছর বয়সে বিশ্বভ্রমণকারী শ্বেতা ওয়েইসের রেকর্ড ভাঙবেন তিনি। পুরো ভ্রমণে জারা রাদারফোর্ডের সময় লাগবে আনুমানিক তিন মাস। গ্রিনল্যান্ড, চীন, নিকারাগুয়াসহ ৫২ দেশে দেবেন যাত্রাবিরতি।
জারা রাদারফোর্ড বলেন, আগের বিশ্ব রেকর্ডধারীদের সাথে যোগাযোগ করেছিলাম। সবাই একাকীত্ব আর শারীরিক অবসাদকেই বড় সমস্যা বলেছেন। আমি এমনভাবে শিডিউল সাজিয়েছি, যাতে পর্যাপ্ত বিশ্রাম পাই। দিনে পাঁচ ঘণ্টা করে টানা তিনদিন ফ্লাইয়ের পর একদিনের বিশ্রাম। আবহাওয়ার কারণে অবশ্য শিডিউল এদিক-ওদিক হতে পারে।
তার এই দুঃসাহসী অভিযাত্রা অ্যাভিয়েশন খাতে আরও নারীদের অংশ নিতে উৎসাহিত করবে বলে প্রত্যাশা জারার। সবচেয়ে কমবয়সী পুরুষ পাইলট হিসেবে ১৮ বছর বয়সে একাকী বিশ্বভ্রমণের রেকর্ড রয়েছে মেসন অ্যান্ড্রুজের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা