অনলাইন ডেস্ক
রোজার প্রথম দিনে হঠাৎ রাজধানীজুড়ে গ্যাস সংকট দেখা দেয়। বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের ৬টি কূপে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট। তার রেশ এখনও আছে।
রাজধানীর মিরপুর, আগারগাঁও, মগবাজার, মোহাম্মদপুর, কলাবাগান, কাঠালবাগন সহ অনেক এলাকায় দিনের বেলায় এখনও পাইপলাইনে গ্যাস পাওয়া যায়না।
জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বিবিয়ানা গ্যাস ফিল্ডে প্রকৌশলীরা এরিমধ্যে তিনটি কূপের মেরামত কাজ শেষ করেছে। মঙ্গলবার সকাল থেকে এই তিনটি কূপ উৎপাদনে ফিরেছে। বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে দৈনিক ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। সমস্যা দেখা দেয়ায় যা প্রায় অর্ধেকে নেমে এসেছিল। মেরামতের পর বর্তমানে ১০১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিড লাইনে সরবরাহ করা হচ্ছে। সন্ধ্যা নাগাদ যা ১১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে জানিয়েছে জ¦ালানি বিভাগ।
বাকি কূপ উৎপাদনে আসতে কিছুটা সময় লাগতে পারে আশঙ্কা জানিয়ে পেট্রোবাংলা বলছে, ১০ ই এপ্রিলের গ্যাসের সংকট পুরোপুরি কেটে যাবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা