বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা উত্তরাখণ্ডের মুক্তেশ্বরে আপাতত ছুটি কাটাচ্ছেন।
সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘সাচ কাহু তো’ অর্থাৎ ‘সত্যি বলতে’ বলে একটি সিরিজ শুরু করেছেন। যেখানে নিজের মনের কথা শেয়ার করছেন অভিনেত্রী।
সোমবার (২ মার্চ) সেই সিরিজের একটি ভিডিও শেয়ার করেছেন নীনা। সেখানে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী।
৬০ বছর বয়সী নীনার বক্তব্য, ‘সত্যি বলতে কি; বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াবেন না’। প্রায় ২ মিনিট ৪ সেকেন্ড ধরে এমন সম্পর্কের কঠিন বাস্তবের কথাই বলেছেন নীনা।
এর আগেও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন নীনা। ভিভ রিচার্ডসের প্রেমিকা তথা বিশিষ্ট অভিনেত্রী নীনা গুপ্তার স্বীকারোক্তি ছিলো, অতীতের কোনও সিদ্ধান্ত বদলানোর সুযোগ পেলে তিনি বিবাহবহির্ভূত সন্তানধারণের সিদ্ধান্ত বদল করতেন।
অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, অতীতের কোন সিদ্ধান্তকে তিনি বদলাতে চান? উত্তরে নীনার স্পষ্ট বক্তব্য, ‘বিয়ের বাইরে সন্তানধারণ না করলেই পারতাম। প্রত্যেক সন্তানের বাবা-মা দু’জনকেই প্রয়োজন।’
গলায় আক্ষেপই ধরা পড়েছে নীনার। তিনি বুঝিয়ে দিয়েছেন, তাঁর ওই সিদ্ধান্ত ভুল ছিল। বছর দুয়েক আগে তিনি একবার বলেছিলেন, ‘আমি সব মহিলাকে বলতে চাই একটা কথা। যদি আপনি ভারতে থাকতে চান, সমাজে থাকতে চান, তা হলে আপনাকে বিয়ে করতেই হবে।’
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা