অনলাইন ডেস্ক
আটককৃতরা হলেন- রোহিঙ্গা নাগরিক মো. শাহেদ, নজরুল ইসলাম, খালেদা আক্তার, মো. তৈয়ব, আনোয়ারা আক্তার। এড়াছা মো. নাজমুল হুদা ও ইলিয়াস কাদের বাবুল। তাদের কাছ থেকে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ বোতল বিদেশি মদ এবং নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।
বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে শনিবার (২১ মে) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক একে এম শওকত ইসলাম বলেন, ‘গতকাল শুক্রবার (২১ মে) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরকালীবাড়ী থেকে মাদকসহ তাদের আটক করা হয়। তারা পেটের মধ্যে নিয়ে ইয়াবা পাচার করত।’
তিনি আরও বলেন, ‘আটক বাবুল প্রায় এক বছর আগে রোহিঙ্গা নারী আনোয়ারা আক্তার রোজিনাকে বিয়ে করে। এরপর মাদক ব্যবসায় নামে। এমন অভিযান অব্যাহত থাকবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা