বিপুল পরিমাণ পেঁয়াজ মিলল টুপি-মাস্ক তৈরির কারখানায়
অনলাইন নিউজ ডেস্কঃ
টুপি ও মাস্ক একটি তৈরির কারখানায় অভিযান চালিয়ে মজুদ করা ১৫০ মন পেঁয়াজ উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের কারখানা মালিক রুহুল আমিন বেপারীকে (৪৮) কৃষি বিপনন আইনের ২০১৮এর ১৯/ক-১০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার ওই কারখানায় অভিযান চালান। এ সময় সিরাজদীখান থানার ওসি মো. ফরিদ উদ্দিনও তার সঙ্গে ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজদিয়া গ্রামের টুপি ও মাস্ক তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে মজুদ করা ১৫০ মন পেঁয়াজ জব্দ ও কারখানা মালিক রুহুল আমিন বেপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। জব্দ করা পেঁয়াজ পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা