অনলাইন ডেস্ক
আগের সূচি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল। তা এগিয়ে এলো এক ঘণ্টা, শুরু হবে বিকাল সাড়ে ৫টায়।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে বলা হয়, ‘১৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার জয়ী দল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ফরচুন বরিশালের।’
শুক্রবার ছাড়া চলতি বিপিএলে দিনের ম্যাচ শুরু হতো সাড়ে ১২টায়, আর সন্ধ্যার ম্যাচ হতো বিকাল সাড়ে ৫টায়। শুক্রবার দিনের ম্যাচ দেড়টায় ও সন্ধ্যার ম্যাচ হতো সাড়ে ৬টায়। ফাইনাল শুক্রবার হওয়ায় তা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল, তা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
আরোও পড়তে পারেন : নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার সামনে পড়ল ভারত