অনলাইন ডেস্ক
রোববার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
টিকিট নিয়ে টিটু বলেন, ‘বিপিএলে যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে এবং যারা যারা সম্পৃক্ত তাদের মাধ্যমে আমরা টিকিটগুলো দর্শকদের কাছে পৌঁছে দেব। যেন তিন থেকে চার হাজার দর্শক মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে খেলা দেখতে পারে।’
বিষয়টি রাইজিংবিডিকে মুঠোফোনে আরো স্পষ্ট করে ব্যাখা করেছেন টিটু। জানিয়েছেন সবগুলো টিকিটই থাকছে সৌজন্য। অর্থাৎ যারাই আসবেন ফ্রি-তে দেখবেন।
‘আমরা ফ্র্যাঞ্চাইজি ও স্টেক হোল্ডারদের টিকিটগুলো দিয়ে দেব। সর্বোচ্চ চার হাজার ও সর্বনিম্ন তিন হাজার। সবগুলো সৌজন্য টিকিট। কোভিড বিধির কথা বিবেচনা করে আমরা সবার জন্য উন্মুক্ত করতি পারছি না’- এভাবেই বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান।
আগামীকাল থেকে শুরু হবে প্লে অফের খেলা। এলিমেনেটরে প্রথম ম্যাচে দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, পরাজিত দল ছিটকে যাবে। প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর পরাজিত দলটি খেলবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের সঙ্গে। দুই কোয়ালিফায়ারের জয়ী দল ফাইনাল খেলবে ১৮ ফেব্রুয়ারি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা