অনলাইন ডেস্ক
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুরে চলছে এলিমিটেরের গুরুত্বপূর্ণ ম্যাচ। বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম ইনিংসের খেলা শেষ হবার পর খুলনা টাইগার্সের ব্যাটিংয়ের সময় টিভি স্ক্রিনে ভেসে আসে ধারাভাষ্যকারের মাইক হাতে তামিম ইকবালের ছবি। এবারই প্রথম ধারাভাষ্যকারের ভূমিকায় তামিম ইকবাল।
ধারাভাষ্যকার হিসেবে অভিষিক্ত তামিম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘খেলা থেকে দূরে থাকা কঠিন। বিপিএলে ধারাভাষ্যকক্ষের অভিজ্ঞতা।’
খেলোয়াড়ি জীবন শেষে কোচিং কিংবা বোর্ডের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিতে নিজেদের ইচ্ছার কথা জানান অনেক ক্রিকেটারই। তবে কোচিং কিংবা বোর্ডের কোনো পদ নয়, বরং ধারাভাষ্য কক্ষে মাইক্রোফোন হাতে কমেন্টর হওয়ার স্বপ্ন দেখতেন তামিম। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভবিষ্যতে ভারাভাষ্যকার হওয়ার ইচ্ছার কথা অনেকবার স্বীকার করেছেন তামিম। অন্যান্য ক্রিকেটার খেলা ছাড়ার পরে নতুন ক্যারিয়ার শুরু করলেও আগেভাগেই সেই সুযোগটা পেলেন এই বাঁহাতি ব্যাটার।
বিপিএল পর্ব চুকিয়ে গেলেও কদিন বাদেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবেন তামিম। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজ খেলতে সিলেটে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছে আফগানিস্তান দল।
ওয়ানডে সিরিজ শেষে মাঠে গড়াবে দুই দলের টি-টুয়েন্টি সিরিজ। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাট থেকে ছয় মাসের বিরতি নেওয়ার টি-টুয়েন্টি সিরিজে খেলবেন না তামিম। তাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে ধারাভাষ্যকার হিসেবে নিজেকে মেলে ধরার পালা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা