মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৫টায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই পর্দা উঠবে বর্ণাঢ্য আয়োজনে সাজানো এবারের বিশেষ বিপিএলের।
উদ্বোধনের জন্য প্রস্তুত মঞ্চ। বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ আজ দুই বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
দু’জনই আজ চার্টার্ড বিমানে বাংলাদেশে আসছেন। শনিবারই চলে এসেছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৈলাস খের।
গত কয়েকদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঞ্চ তৈরি ও সাজসজ্জার কাজ চলেছে। সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা পরীক্ষার জন্য কাল সন্ধ্যায় মঞ্চে লাইট শো’ও হয়ে গেছে।
সালমান খান ও ক্যাটরিনাকে দেখার জন্য সর্বনিম্ন এক হাজার ও সর্বোচ্চ ১০ হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে দর্শকদের।
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনীতে আসছেন সালমান-ক্যাটরিনা
আর গ্র্যান্ড স্ট্যান্ড ও ক্লাব হাউজে বসে উপভোগ করতে হলে খসাতে হবে আড়াই ও ১ হাজার টাকা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের জন্য টিকিটের সংখ্যা সীমিত। উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে টেলিভিশনের পর্দায়।
টিকিটের মূল্য ‘খুব কম হয়ে গেছে’ বলে মনে করেন সালমান এবং ক্যাটরিনাদের ম্যানেজার। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল এ তথ্য দিয়েছেন।
সালমানের বাংলাদেশে আগমন এ প্রথম নয়। ১৫ বছর আগে আরো কিছু বলিউড তারকা নিয়ে এসে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ খেলে যান তিনি। গুঞ্জন, ওই সময় নাকি টিকিটের মূল্য ছিল ৫০ থেকে ৬০ হাজার টাকা।
সব মিলিয়ে দেশি-বিদেশি আট তারকা সামনে থেকে মঞ্চ মাতাবেন। তাদের সঙ্গে থাকছেন সহশিল্পীরাও। ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলবে উদ্বোধনী অনুষ্ঠান।
সবার শেষে একসঙ্গে পারফর্ম করবেন ক্যাটরিনা ও সালমান। তার আগে তারা আলাদাভাবে সহশিল্পীদের নিয়ে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন।
এশিয়ার আবেদনময়ী পুরুষ হৃত্বিক
সালমানদের আগে গান গাইবেন কৈলাস খের ও সনু নিগম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী টুর্নামেন্টের উদ্বোধন করবেন। উদ্বোধনের জন্য প্রেসিডেন্ট বক্সের নিচে আলাদা ব্যালকনি তৈরি করা হয়েছে।
সেখান থেকেই উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। তার আগেই শেষ হবে দেশি শিল্পীদের পরিবেশনা। দেশি সঙ্গীতশিল্পীদের মধ্যে থাকছেন মমতাজ, জেমস, রেশমি মির্জা ও মহিদুল ইসলাম খান।
এছাড়া প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর ফায়ারওয়ার্কস এবং লেজার বিম শো অনুষ্ঠিত হবে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান মনে করছেন, এবার বিপিএলের ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল উদ্বোধনী অনুষ্ঠানের সূচি নিয়ে জানান, দুপুর আড়াইটায় স্টেডিয়ামের ফটক খুলে দেয়া হবে। টিকিট প্রদর্শন করে দর্শকরা তখন থেকেই মাঠে প্রবেশ শুরু করতে পারবেন। তবে সাড়ে পাঁচটায় স্টেডিয়ামের ঢোকার সুযোগ বন্ধ হয়ে যাবে।
Like & Share our Facebook Page: Facebook
এক নজরে দেখে নেয়া যাক-
২.৩০ টা : দর্শকদের জন্য গেট খুলে দেয়া হবে ৫.০০ টা : জাতীয় সঙ্গীত পরিবেশন ৫.২৫ টা : মইদুল ইসলাম খানের পারফর্মেন্স ৫.৩৫ : রেশমি মির্জার পারফর্মেন্স
৬.০০ টা : জেমসের পারফর্মেন্স ৬.৪০টা : মমতাজের পারফর্মেন্স ৭.৩০টা : আতশবাজী ৭.৪৫ টা : সনু নিগামের পারফর্মেন্স ৮.৩৫টা : লেজার শো
৮.৫৫ টা : কৈলাশ খেরের পারফর্মেন্স ৯.৩৫ টা : ক্যাটরিনা কাইফের পারফর্মেন্স ১০.০০ টা : সালমান খানের পারফর্মেন্স ১০.২০ টা : সালমান খান ও ক্যাটরিনা কাইফের যৌথ পারফর্মেন্স।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা