দেশে কোন ধরনের ভোজ্য তেলের দাম বাড়ানো হয়নি, এমনটায় দাবি করেছে বিপনন প্রতিষ্ঠানগুলো । একই সাথে বাজারে খোলা কিংবা বোতলজাত, সব ধরনের তেলই পর্যাপ্ত মজুদ আছে বলেও দাবি তাদের।
বুধবার (২৭ নভেম্বর) ভোজ্য তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বাংলাদেশ ট্যারিফ কমিশনের এক বৈঠক শেষে এমনটায় জানান ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নূর-উর রহমান।
এসময় তিনি বলেন, ভোজ্য তেল বিপনন প্রতিষ্ঠানগুলো আন্তঃজার্তিক ও দেশীয় বাজারের অবস্থার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে দাম বাড়ানো যায় কিনা তা জানতে চিঠি দিয়েছিলো, ট্যারিফ কমিশন বাজার যাচাই করে দাম বাড়ানোর যৌক্তিকতা নেই বলে সুস্পষ্ট ভাবে জানিয়েছে।
এরই প্রেক্ষিতে, ভোজ্য তেল ব্যবসায়ীরা তেলের দাম বাড়াবেন না বলে আশ্বাস দিয়েছেন৷ এসময়, বিপননকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়, ভোজ্য তেলের বাজার স্থিতিশীল। এরপরও কারা এই ভূতুরে দাম বাড়িয়ে বাজার অস্থির করছেন তা চাইলে খতিয়ে দেখা হবে।
ফেসবুক পেজ :
আরও পড়ুন : শ্রদ্ধা, ভালবাসা, চােখের জলে রবিউল হুসাইনকে বিদায়
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা