অনলাইন ডেস্ক
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের ঢাকা-১৪ শূন্য আসনের প্রার্থী আগা খান মিন্টুকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১৯ এর বিধান অনুযায়ী সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো। এর আগে গত ২৩ জুন জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।
আসনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া আগা খান মিন্টু অবিভক্ত ঢাকার প্রথম মেয়র মো. হানিফের সময়ে ১৯৯৪ সালে গাবতলী-মিরপুর এলাকার কমিশনার ছিলেন আগা খান মিন্টু। বৃহত্তর মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন তিনি। স্থানীয় বাসিন্দা আগা খান বর্তমানে শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি।
ঢাকা-১৪ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ছিল ১৫ জুন। আর মনোনয়নপত্র বাছাই হয়েছে ১৭ জুন, প্রত্যাহারের শেষদিন ছিল গত বুধবার (২৩ জুন)। আসনটিতে ভোট গ্রহণের কথা ছিল ২৮ জুলাই। আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা