অনলাইন ডেস্ক
পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর এ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চেয়ারম্যান পদে তিন হাজার ৮১৪ জন, সংরক্ষিত সদস্য নয় হাজার ৫১৩ জন ও সাধারণ সদস্য ৩০ হাজার ১০৬ জন।
এর আগে প্রথম ধাপে ৭১ জন, দ্বিতীয় ধাপে ৭৭ জন ও তৃতীয় ধাপে ১০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। সে তুলনায় এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া চেয়ারম্যানের সংখ্যা কম।
এ ধাপে চেয়ারম্যান পদে চার হাজার ৭০৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ৭৮১ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বাকিদের প্রার্থিতা বাছাইয়ে বাতিল হয়। চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন তিন হাজার ৮১৪ জন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৪৮ জন বাদে)। একইভাবে সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হয়েছিলেন নয় হাজার ৮২২ জন। প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ১৮৭ জন। মাঠে রয়েছেন নয় হাজার ৫১৩ জন। বাকিদের প্রার্থিতা বাছাইয়ে বাতিল হয়। একইভাবে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৩০ হাজার ১০৬ জন। এ পদে মনোনয়নপত্র দাখিল করেন ৩২ হাজার ৪৯৫ জন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা