অনলাইন ডেস্ক
মঙ্গলবার (৩০ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কুষ্টিয়ার চার উপজেলায় ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী রয়েছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। মনোনয়নপত্র প্রত্যাহারের পর ভেড়ামারা উপজেলায় প্রতিদ্বন্দ্বী না থাকায় আবু হেনা মোস্তফা কামাল মুকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাসানুল আসকার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা খাতুন ও মোছা. রেবেকা খাতুন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্তারজ্জামান মিঠু ও ভাইস চেয়ারম্যান মিনারুল ইসলাম ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল ওয়াদুদের কাছে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মুস্তাফিজুর রহমান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ নিয়ে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন, মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে আক্তরজ্জামান মিঠু তার মনোনয়নপত্র প্রত্যাহারের পর আবু হেনা মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং কুমারখালী উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতীক বরাদ্দ আগামী ২ মে এবং ভোটগ্রহণ ২১ মে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল ওয়াদুদ জানান, ভেড়ামারায় চেয়ারম্যান পদে দুজন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে আক্তারুজ্জামান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশন তা গ্রহণ করেছে। প্রতিদ্বন্দ্বী না থাকায় আবু হেনা মোস্তফা কামালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান ঘোষণা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারজ্জামান মিঠু জানান, শারীরিক ও পারিবারিক কারণে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া আবু হেনা মোস্তফা কামাল মুকুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা