অনলাইন ডেস্ক
মন্ত্রী শনিবার (২৮ আগস্ট) রাজধানীতে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন। ল’ রিপোর্টার্স ফোরাম ও এমআরডিআইর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে চাইলে ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারা অনুযায়ী কারাগারে গিয়ে সেখান থেকে নতুন করে আবেদন করতে হবে। কারণ, এ আইন অনুযায়ী একবার আবেদন নিষ্পত্তি করার পর কারাগারের বাইরে থেকে পুনরায় আবেদন করা যাবে না। নতুন আবেদন করতে হলে তাঁকে কারাগারে গিয়ে নতুন আবেদন করতে হবে।’
ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে আনিসুল হক বলেন, সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজনকে হেয় করে, অপদস্ত করে, কাজেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন আছে। তবে এই আইনের অপব্যবহার বন্ধ হচ্ছে। গত তিনমাস লক্ষ্য করে দেখবেন ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার অনেকটাই কমে এসেছে।
২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘শিগগিরই ২১ আগস্ট গ্রেনেড হামলার আপিলের রায়ের শুনানির জন্য আটর্নি জেনারেলকে বলা হয়েছে। আশা করি দ্রুত শুনানির ব্যবস্থা হবে।’
ল রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় কর্মশালায় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, ল রিপোর্টার্স ফোরামের সভাপতি মাশহুদুল হক বক্তব্য রাখেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা