প্রবাসীদের পরামর্শ দিতে নির্দিষ্ট ইমেইল এড্রেস চালু
দেশের আকাশপথ, নৌপথ এবং স্থলপথে আসা বিদেশ ফেরত ৩২০৪৫৬ জন যাত্রীর শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) আছে কিনা তা সনাক্ত করা হয়েছে। এরমধ্যে কারো দেশে এই ভাইরাসের এখন পর্যন্ত উপস্থিতি পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আইইডিসিআর-এর পরিচালক প্রফেসর ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা এতথ্য জানান। তিনি জানান, এ পর্যন্ত ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
তিনি জানান, আইইডিসিআর-এর ভাইরোলজি ল্যাবরেটরিতে সন্দেহজনক কোভিড-১৯ আক্রান্তদের নমুনা পরীক্ষা করে এ যাবতকারো নমুনাতে কোভিড-১৯পাওয়া যায় নি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালনায় আন্তর্জাতিক বিমান বন্দরসমূহ, সমুদ্র বন্দরমূহ, স্থল বন্দরসমূহে বিদেশ থেকে আগত সকল যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।
সিঙ্গাপুরের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস থেকে প্রেরিত সর্বশেষ খবরে আমরা জানতে পেরেছি যে, মোট ৫ জন বাংলাদেশের নাগরিক কোভিড-১৯ সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১ জন আইসিইউ-তে আছেন। কোয়ারেন্টিনে আছেন ৫ জন বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে সিঙ্গাপুরের দূতাবাস থেকেও আমাদেরকে সিঙ্গাপুর পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে এ যাবত ৯০ জন কোভিড-১৯রোগী সনাক্ত হয়েছেন, পরীক্ষা করে কোভিড-১৯ পাওয়া যায় নি ১২৩৯ জনের, পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষমান ২৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৩ জন।
সংযুক্ত আরব আমিরাত পরিস্থিতি প্রসঙ্গে জানান, আমিরাতে বাংলাদেশের একজন নাগরিক কোভিড-১৯ আক্রান্তের খবর পেয়েছি। আমরা পররাষ্ট্র মন্ত্রলালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।
তিনি বলেন, প্রবাসীদের ইমেইলে প্রবাসী বাংলাদেশীগণ আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ covidbidesh@iedcr.gov.bd
কোভিড-১৯ সম্পর্কে কোন জিজ্ঞাস্য থাকলে আইইডিসিআর-এর হটলাইন নম্বর এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিচালক। নম্বরগুলো হচ্ছে – ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আইইডিসিআর এর নির্দেশনা :
× নিয়মিত সাবান ও পানি দিয়ে দুই হাত ধোবেন (অন্তত ২০ সেকেন্ড যাবৎ) × অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না × ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন × কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন) × অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করুন × মাছ-মাংস-ডিম ভালোভাবে রান্না করে খাবেন × অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন × জরুরী প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং এ সময়ে অন্য দেশ থেকে প্রয়োজন ব্যতীত বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন × অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা