অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলিতে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৪ আগস্ট) সাক্ষরিত এই নির্বাহী আদেশের ফলে কেন্দ্রীয় সংস্থাগুলি আমেরিকান শ্রমিকদের পরিবর্তে অল্প খরচে বিদেশি শ্রমিকদের নিয়োগ দিতে পারবেন না।
এছাড়াও কেন্দ্রীয় সংস্থাগুলির ওপর অডিট চালানো হবে। দেখা হবে যে, তারা এসব প্রতিযোগিতামূলক চাকুরিতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিয়োগ করছেন।
এই নির্বাহী আদেশ এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশীরা তাদের ভিসা নবায়ন করা হবে কিনা, তার প্রতীক্ষায় রয়েছেন। সুত্র: ভয়েস অব আমেরিকা
আরোও পড়তে পারেন : ঢাকায় আসছেন দুই মার্কিন কর্মকর্তা, সঙ্গে মিয়ানমারের দূতও