উইন্ডোজ ৭ এ অফিশিয়াল সাপোর্ট পাঠানো বন্ধ করেছে মাইক্রোসফট।
মঙ্গলবার থেকে উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা কম্পিউটারের সুরক্ষায় মাইক্রোসফটের পাঠানো কোনো সিকিউরিটি আপডেট বা প্যাচ পাবেন না। অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি দেখা দিলে মাইক্রোসফট তা ঠিক করবে না।
মাইক্রোসফট বলছে, ১৪ তারিখের পর উইন্ডোজ ৭ চালিত পিসি পুরোপুরি বন্ধ হয়ে যাবে না, তবে তা আর নিরাপদ থাকবে না। তাই মাইক্রোসফট দ্রুত উইন্ডোজ ১০ সফটওয়্যার হালনাগাদ করে নেয়ার পরামর্শ দিচ্ছে।
মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিস্টেমের দাম রাখছে ১২০ মার্কিন ডলার। এ ছাড়া নতুন পিসি কেনার পরামর্শও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
স্ট্যাটকাউন্টার ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী, উইন্ডোজ ৭ ব্যবহারকারীর সংখ্যা মোটেও কম নয়। এখনও প্রতি ৪ জনে ১ জন উইন্ডোজ ৭ ব্যবহার করেন।
এক দশকের সেরা ১০ প্রযুক্তিপণ্য
তবে মাইক্রোসফট চাচ্ছে না পুরানো এই অপারেটিং সিস্টেম কেউ ব্যবহার করুক। এক ব্লগ পোস্টে তারা জানিয়েছে, সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট ছাড়া উইন্ডোজ ৭ চালিত কম্পিউটারে ভাইরাস ও ম্যালওয়্যার আক্রমণের শঙ্কা বেশি থাকবে।
এ বিষয়ে ক্যাস্পারেস্কি ল্যাবের সিকিউরিটি গবেষক ডেভিড এম জানিয়েছেন, যত দ্রুত সম্ভব অপারেটিং সিস্টেমটির ব্যবহার সবাইকে ছাড়তে হবে।
প্রায় ৯ বছর আগে প্রথম বাজারে এসেছিল উইন্ডোজ ৭। মূলত ব্যবসায়ী ও এন্টারপ্রাইজ ক্রেতাদের কথা মাথায় রেখেই মাইক্রোসফট এতোদিন ধরে উইন্ডোজ ৭ এর আপডেট পাঠানো অব্যাহত রেখেছিল।
১৪ জানুয়ারি ডেডলাইনের পর থেকে অসমর্থিত ডিভাইস যত দ্রুত সম্ভব বদলে ফেলতে হবে। এ ছাড়া স্পর্শকাতর অ্যাকাউন্ট এসব পিসি থেকে না চালানোই ভালো।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা