অনলাইন ডেস্ক
গেজেটে ৯০ কার্য দিবসের মধ্যেই তদন্ত শেষ করার কথা বলা হয়েছে। নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারলে, রিটকারি চাইলে হাইকোর্টে নতুন করে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন আদালত।
রিটকারী বলেন, স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট তৈরী হলে তা হবে ঐতিহাসিক দলিল। তবে তদন্ত কমিশন গঠনের প্রতিশ্রুতি দেয়ার পরও তা না করার কারণ উদঘাটনের আহ্বান জানান এই আইনজীবী।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দফতরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। ঐ মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর মামলায় ১৫২ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আদেশ দেন বিচারিক আদালত। এদের কয়েকজন ছাড়া সবাই তৎকালীন বিডিআরের সদস্য।
যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় ১৬১ জন। সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদ সাজা পান আরও ২৫৬ জন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান ২৭৮ জন আসামি। সাজা হয় মোট ৫৬৮ জনের।fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা