অনলাইন ডেস্ক
আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশে ৫জি প্রযুক্তির সেবা পরীক্ষামূলকভাবে উদ্বোধন করবেন।
বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজধানীর আইইবি কাউন্সিল হলে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে ‘5G: The Frontier Technology’ শীর্ষক সেমিনারে ভাচূয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
ওবায়দুল কাদের বলেন, তরুণ প্রজন্মের আইকন সজীব ওয়াজেদ জয়ের নিদেশনায় বিজয়ের মাসে মহান স্বাধীনতার সূবণজয়ন্তীর মহেন্দ্রক্ষণে ঢাকা শহরে মাঠ পযায়ে অভিজ্ঞতা অজনের লক্ষ্যে ৫জির পরীক্ষামূলক কাযকম শুরু হবে।
তিনি বলেন, শুরুতে বিভিন্ন সরকারি দফতরে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে, ৫জি উপযোগী এলাকা ও ঢাকা শহরের কিছু এলাকায় এ সেবা চালু হবে। ২০২৩ সালের মধ্যে পযায়ক্রমে ৫জি সেবা দেশের অন্যান্য বিভাগীয় শহরে, শিল্পোন্নত এলাকায় চালুর পরিকল্পনা রয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। আলোচনা করেন বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাহাব উদ্দিন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা