অনলাইন ডেস্ক
রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিজিবি সদর দপ্তরে এয়ার উইং অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী গণভবন থেকে যুক্ত হয়ে নতুন দুটি হেলিকপ্টার উদ্বোধন শেষে এ কথা বলেছেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিতে হবে। নতুন জনবলসহ অপারেশনাল সক্ষমতা বাড়াতে আরও বিওপি স্থাপন করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’কে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে।’
এছাড়া বাহিনীর জন্য ট্যাংক বিধ্বংসী মিসাইল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেছেন, ‘বিশ্বের অন্যান্য বাহিনীর সাথে তাল মিলিয়ে বিজিবিকে গড়ে তোলার কাজ করছে সরকার। আমি প্রথমবার যখন ক্ষমতায় আসি তখন থেকে উদ্যোগ গ্রহণ করি এবং ভারতের পার্লামেন্টে সব দল মিলে তা পাস করে দিয়েছে। এখন আমাদের সীমান্ত সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়েছে। আমাদের সীমান্তগুলো সুরক্ষার জন্য এখন আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’
এ সময় ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের অরক্ষিত সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা