বিমানযোগে যাওয়ার সময় রিজেন্ট এয়ারওয়েজের এক ফ্লাইটে বিজনেস ক্লাসের টিকেট কেটেও নির্ধারিত আসন পাননি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এ ঘটনায়, চার কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রিজেন্ট এয়ারওয়েজ কর্তৃপক্ষ।
গত ২৭শে জুন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সস্ত্রীক ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিজনেস ক্লাসের টিকেট কাটেন। পরে, ওই ফ্লাইটে উঠে নির্ধারিত সিট পাননি তিনি। প্লেনে উঠে গিয়ে কমিশনার মাহবুব দেখতে পান যে, তার নির্ধারিত সিটে পুলিশের মহাপরিদর্শক বসে আছেন। এরপর, নির্বাচন কমিশনারকে ইকোনমি ক্লাসের সিটে বসানো হয়। এ ঘটনাকে ‘সম্মানহানিকর’ উল্লেখ করে মাহবুব তালুকদার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে এ বিষয়ে প্রতিকার চেয়ে অভিযোগ করেন।
এ ঘটনার পর, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের কাছে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করার জন্য যোগাযোগ করার কথা জানিয়েছেন রিজেন্ট এয়ারওয়েজের কর্মকর্তা আশিষ রায় চৌধুরী। তিনি বলেন, ‘উনার কাছে আমরা আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে চাই। কিন্তু উনি আমাদের এখনো সময় দেননি। আর, এ ঘটনায় কোন একক ব্যক্তিকে দোষারোপ করার সুযোগ নেই। কারণ ঘটনাটি আসলে এয়ারওয়েজের অব্যবস্থাপনার কারণে ঘটেছে।’
তিনি আরও জানান, ‘সবার বক্তব্য শোনা হচ্ছে। এটার একটা কঠোর শাস্তি দেয়া হবে। আমরা অত্যন্ত দুঃখিত যে এ ধরণের ঘটনা ঘটেছে।’
NB:This post is copied from dbcnews.tv
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা