অনলাইন ডেস্ক
সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই সূচি প্রকাশ করবে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। ক্রিকেট ডট কম ডট এইউ আরো বলছে, আসন্ন মৌসুমে দেখা যাবে একাধিক ‘ডাবল হেডার’। এমনকি পুরো মৌসুমে অস্ট্রেলিয়ার জাতীয় দলের সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটারদের পাওয়ার আশা করছে সিএ।
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার ওয়ানডে শুরু হবে ৩০ জানুয়ারি। এর দিনকয়েক আগেই বিগ ব্যাশ শেষ করতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাহলে গেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টয়নিসদের মতো তারকাদের পুরো মৌসুমের জন্য পাবে দলগুলো। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটারদের পুরো মৌসুম পেলেও শঙ্কা রয়েছে টেস্ট স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে। কারণ ২৭ নভেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৬টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। যেখানে রয়েছে অ্যাশেজের ৫টি টেস্ট এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট।
এমন অবস্থায় প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং মিচেল স্টার্করা মিস করবেন পুরো মৌসুম। তাছাড়া অ্যাশেজের রাতে দুটি ম্যাচও আয়োজন করতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। তা হলে সকাল সাড়ে ১০টা থেকে ভোর রাত পর্যন্ত চলবে ক্রিকেটের উৎসব। একমাত্র বাড়তি ‘ডাবল হেডার’ আয়োজনের মাধ্যমেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানুয়ারি মাসে বিগ ব্যাশ শেষ করতে পারবে। সর্বশেষ ২০১৭ সালে অল্প সময়ের মাঝে বিগ ব্যাশের মৌসুম শেষ করেছিল তারা। এছাড়া রাউন্ড-রবিন লিগের ম্যাচগুলো হোম-অ্যাওয়ে সিস্টেমে চলবে, যা গেল মৌসুমে করোনার কারণে হয়নি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা