জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, উপত্যকার সর্বত্র নিষেধাজ্ঞা উঠছে, ততক্ষণ পর্যন্ত সেখানে কোনও ধরনের প্রতিবাদ-বিক্ষোভ, ধরনা বরদাস্ত করা হবে না। শনিবার এমন কথাই ঘোষণা করলেন তিনি।
তাঁর কথায়, ‘আমাদের চেষ্টা থাকবে এখানে স্থিতাবস্থা ফেরানো। তার আগে এ ধরনের কোনও পদক্ষেপে অনুমতি দেওয়া যাবে না।’ গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বোন ও মেয়েকে এমনই এক ধরনা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে ব্যক্তিগত বন্ডে ছাড়া পান তাঁরা।
দিলবাগের দাবি, সে দিন শ্রীনগরের কাছে জমায়েতে যে মহিলারা ছিলেন, তাঁদের অনেকের হাতেই আপত্তিজনক প্ল্যাকার্ড ছিল যাতে কিনা এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারত। তাই ‘কার্যকরী পদক্ষেপ করা জরুরি ছিল।’
এর মাঝেই এ দিন বিজেপির জাতীয় সহ সভাপতি অবিনাশ রাই খান্না দাবি করেন, পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হচ্ছে।
সম্প্রতি জঙ্গি হামলার জেরে যে তিন জনের মৃত্যু হয়েছে, তা সন্ত্রাসবাদীদের ‘হতাশাজনিত’ বলে ব্যাখ্যা করেন তিনি।
ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা কিংবা মেহবুবা মুফতির আটক নিয়ে তাঁর ব্যাখ্যা, গত সাত দশক ধরে এঁরাই রাজত্ব করেছেন। তাহলে তাঁদের আটক হওয়ায় প্রতিবাদ হওয়ার কথা ছিল। কিন্তু তাঁদের আত্মীয় বাদ দিয়ে আর কেউ প্রতিবাদ করেননি। যার অর্থ আমজনতা এঁদের বিরুদ্ধে।
চলতি বছরের ৫ আগস্ট জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়।বিবিসি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা