অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অল্প সময়ের মধ্যেই এ পদে যোগ দেবেন।
বর্তমানে বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিক্রম দোরাইস্বামী ভারতীয় পররাষ্ট্র ক্যাডারের ৯২ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি অতিরিক্ত সচিব পদে যোগ দেওয়ার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার (বিএম) বিভাগের যুগ্ম সচিব হিসেবে কাজ করেছেন।
দোরাইস্বামী ১৯৯২-৯৩ সালে সরকারি চাকরির প্রশিক্ষণ শেষে ১৯৯৪ সালের মে মাসে হংকংয়ের ভারতীয় মিশনে তৃতীয় সচিব পদে যোগদান করেন। তিনি হংকংয়ের চীনা বিশ্ববিদ্যালয়ের নিউ এশিয়া ইয়েল-ইন-এশিয়া ভাষা বিদ্যালয়ে চীনা ভাষায় ডিপ্লোমা করেন।
১৯৯৬ সালের সেপ্টেম্বরে তিনি বেইজিংয়ের ভারতীয় দূতাবাসে যোগদান করে প্রায় চার বছর দায়িত্ব পালন করেন।
২০০০ সালে নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দোরাইস্বামী প্রটোকল (আনুষ্ঠানিক) উপপ্রধান নিযুক্ত হন। ২০০২ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদান করেন তিনি।
২০০৬ সালে দোরাইস্বামী নিউইয়র্কের জাতিসংঘে পলিটিক্যাল কাউন্সেলর হিসেবে ভারতের স্থায়ী মিশনে যোগদান করেন।
২০০৯ সালের অক্টোবরে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ভারতের কনসাল জেনারেল পদে নিযুক্ত ছিলেন।
বিক্রম দোরাইস্বামী ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত সাউথ ব্লকের আমেরিকা-যুক্তরাষ্ট্র বিভাগের যুগ্ম সচিব ছিলেন।
এর পরে তিনি দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা