অনলাইন ডেস্ক
চলতি বছরের রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ না হলেও, আসছে বছর তা আরও বাড়িয়ে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা আদায় করতে চান অর্থমন্ত্রী। নির্বাচনের বছর হলেও বাজেটে থাকছে না কোনও চমক কিংবা নতুন বড় কোনও প্রকল্প। তেল গ্যাস বিদ্যুতের ভর্তুকি কমিয়ে পরিমিত খরচের পরিকল্পনা তুলে ধরবেন অর্থমন্ত্রী।
করোনা অতিমারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে অর্থনীতির সব ক্ষেত্রেই মন্দা লেগেছে। নিত্যপণ্যের দাম উর্ধ্বমুখি। এমন অবস্থায় আগামী অর্থবছরে সরকারের আর্থিক আয়-ব্যয়ের পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব জাতীয় সংসদে পেশ করবেন। এটি হবে দেশের ৫২তম, আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বর্তমান অর্থমন্ত্রীর পঞ্চম বাজেট। ‘উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শীর্ষক বাজেট বক্তব্য দেবেন অর্থমন্ত্রী।
অগ্রসরমান অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে আসছে বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৬০ হাজার কোটি টাকা। যা জিডিপি’র ১৫ দশমিক ২ শতাংশ। বড় বাজেটের খরচ মেটাতে মোট আয় ধরা হবে ৫ লাখ কোটি টাকা। যা চলতি অর্থবছরের মূল বাজেটের লক্ষ্যমাত্রার তুলনায় ১৫ শতাংশ বেশি। এরমধ্যে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। নতুন বাজেটে জিডিপি’র প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ ধরা হচ্ছে। যদিও বিশ্বব্যাংক ও আইএমএফের পূর্বাভাসের প্রবৃদ্ধি আরও কম, সাড়ে ৫ শতাংশ।
ভর্তুকির সমন্বয়, রিজার্ভের ওপর চাপ আর মূল্যস্ফীতিসহ সার্বিক সংকট স্বীকার করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দারিদ্র্য নিরসনে চরম বৈষম্য দূর করা ও মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশের মধ্যে রাখাই হবে আগামী দিনের বড় চ্যালেঞ্জ।
বৈশ্বিক পরিস্থিতিতে খরচ কমাতে রাশ টানা হচ্ছে ভর্তুকিতে। নির্বাচনী বাজেট নয় বরং জনকল্যাণমুখী বাজেট হবে উলেখ করে মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের নানামুখী পদক্ষেপ থাকবে সব খাতে।
অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচনী বছর হলেও জনতুষ্টির নয় বরং অর্থনীতির চাকা সচল রাখার ওপর গুরুত্ব দিতে হবে। অগ্রাধিকার দিতে হবে বাজেট বাস্তবায়নকে।
আগামী সাড়ে তিন বছরে আইএমএফ এর ৩৮টি শর্ত পূরণ করতে হবে যার প্রতিফলন থাকবে আসছে বাজেটে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা