অনলাইন ডেস্ক
মাঠের রাজনীতিতে সরব হয়ে উঠছে আওয়ামী লীগ। সারাদেশে সংগঠনের বিভিন্ন শাখার সম্মেলন শেষে বড় জনসভার কর্মসূচি নিয়েছে দলটি। মহান স্বাধীনতা সংগ্রামে প্রথম শত্র“মুক্ত জেলা যশোর থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার কর্মসূচি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে গোটা শহর। অলি-গলি আর প্রধান সড়কগুলো ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন আর তোরণে।
বৃহস্পতিবার দুপুরের পর যশোর জেলা স্টেডিয়াম আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন পর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে উচ্ছ¡সিত যশোরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এরই মধ্যে জেলা স্টেডিয়ামে জনসভার মঞ্চ প্রস্তুত হয়েছে। নিরাপত্তার চাদরে মোড়ানো গোটা স্টেডিয়াম। তবে মানুষ যাতে নির্বিঘ্নে স্টেডিয়ামে প্রবেশ করতে পারে, সেই ব্যবস্থা রাখা হয়েছে আয়োজক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে।
জনসভায় বিপুল মানুষের উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় আওয়ামী লীগ। বুধবার জনসভাস্থল ও প্রস্তুতি সরজেমিনে ঘুরে দেখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করার প্রত্যয় জানান এই জেলার মানুষ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা