অনলাইন ডেস্ক
দেশে ফিরেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে এই দুইজনকে। রাজধানীর ৫ তারকা একটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন এই দুইজন। কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে যোগ দিবেন তারা। শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিবেন এই দুইজন।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রথম ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। এরপরের ৪ ম্যাচে একাদশে জায়গা হয়নি সাকিবের। অন্যদিকে মুস্তাফিজ রাজস্থান রয়্যালসের হয়ে ৭টি ম্যাচই খেলেছেন।
আইপিএলের এবারের আসরে খেলার জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব ও মুস্তাফিজ। তবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি শেষ হওয়ার আগেই দেশে ফেরার কথা ছিল তাঁদের দুজনের।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য আইপিএল থেকে ১৯ মে বাংলাদেশে ফেরার কথা ছিল সাকিব ও মুস্তাফিজের। তবে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত হওয়ায় পূর্ব নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরলেন তাঁরা।
করোনার পরিস্থিতির অবনতি হওয়ায় সারা দেশ জুড়ে চলছে লকডাউন। সেই সঙ্গে ভয়াবহ রূপ ধারণ করেছে ভারতের করোনা পরিস্থিতিও। এমন সময় সেখান থেকেব দেশে ফেরায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটারকে। যদিও তাঁদের কোয়ারেন্টাইনের সময়সীমা শিথিল করতে স্বাস্থ্য অধিদপ্তরের শরণাপন্ন হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির আবেদনে সাড়া দেয়নি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর।
১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। এরপর এক বা দুদিন অনুশীলন করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে নামবেন সাকিব-মুস্তাফিজ। আগামী ২৩ মে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৫ ও ২৮ মে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা