বিপুল পরিমাণ সিম কার্ড, মাল্টিসিম গেটওয়ে ডিভাইসসহ বিকাশ জালিয়াত চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে র্যা ব-৩ এর একটি দল রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার (১৩ মার্চ) টিকাটুলি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান।
তিনি বলেন,গতকাল দিবাগত রাতে রাজধানীর মিরপুর-১ এর ১৯ নম্বর রোডের ৩৩ নম্বর বাসা থেকে বিভিন্ন সরঞ্জামসহ বিকাশ জালিয়াত চক্রের মূলহোতা মো. সোহেল আহম্মদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চার্জারসহ একটি ল্যাপটপ, একটি মাল্টিসিম গেটওয়ে, একটি সিগন্যাল বুস্টার, তিনটি মডেম, বিপুল পরিমাণ সিমকার্ড ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এসব মালামাল জালিয়াতির কাজে ব্যবহার করতো প্রতারক চক্র।
লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান বলেন, মাল্টিসিম গেটওয়ে এবং উন্নত প্রযুক্তির বিভিন্ন ডিভাইস দ্বারা ক্লোন করে বিভিন্ন মোবাইল ব্যাংকিং গ্রাহকদের সঙ্গে প্রতারণা করতো তারা।
মোবাইল ব্যাংকিং খাতে প্রতারণা সম্পর্কে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। তারা প্রতিদিনই বিভিন্ন মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ আসে র্যাবের কাছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সোহেল র্যাবকে জানিয়েছেন, ২০১৭ সাল থেকে তিনি এ প্রতারণার কাজে জড়িত। প্রতারণার মাধ্যমে এখন পর্যন্ত বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সোহেল তার চক্রের আরও ৪ থেকে ৫ জনের নাম বলেছেন। তাদের নাম তদন্তের স্বার্থে এখন বলা যাবে না। আমরা অতি শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযান চালাবো।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা