অনলাইন ডেস্ক
এদিকে, বাংলাদেশ ক্রিকেট দল অনেকটা ভঙ্গুর মানসিক অবস্থা নিয়ে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ খেলতে যাচ্ছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ দল। এই দুই সিরিজে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ছিলো চরম ব্যর্থ। সিনিয়র থেকে শুরু করে তরুণ, কেউই রানের মধ্যে নেই। তাই শারজায় ওয়ানডে সিরিজের প্রথম খেলার আগে ঘুরে ফিরে ব্যাটসম্যানদের ব্যর্থতার বিষয়টিই বাংলাদেশকে বেশি ভাবাচ্ছে। ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প এবং প্রধান কোচ ফিল সিমন্স দলের ব্যাটসম্যানদের নিয়ে আলাদা ভাবে কাজ করেছেন। কোথায় তাদের সমস্যা হচ্ছে সেটাও দেখিয়েছেন। ব্যাটসম্যানরা ফর্মে ফিরতে পারলে, বাংলাদেশ ভালো করতে পারবে বলে আশা টিম ম্যানেজমেন্টের।
অন্যদিকে, নিরপেক্ষ ভেন্যু শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হলেও, এই সিরিজের স্বাগতিক মর্যাদা পাবে আফগানিস্তান দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত সেপ্টেম্বর মাসে ২-১ ব্যবধানে আফগানিস্তান ওয়ানডে সিরিজ জিতেছে। শারজা ক্রিকেট গ্রাউন্ডেই ওই ম্যাচগুলো হয়েছিলো। তাই এই মাঠে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য আফগানিস্তানের। সেভাবেই তারা প্রস্তুতি নিয়েছে। আফগান দলে বেশ কয়েকজন খেলোয়াড় আছেন যারা যে কোন পরিস্থিতিতে ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। আফগানিস্তানের লক্ষ্য সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা।
উল্লেখ্য প্রায় ২৯ বছর পর আরব আমিরাতের ঐতিহ্যবাহী শারজা ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। ১৯৯৫ সালে সবশেষ এই মাঠে ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। এই মাঠে বাংলাদেশ ৬টি ওয়ানডে ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি। এর মাঝে কয়েকটি টি- টোয়েন্টি ম্যাচ খেললেও, সেখানে জিততে পারেনি মুশফিক, শান্ত’রা। বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম ওয়ানডে’র মধ্য দিয়ে ৩০০’শতম আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে শারজা ক্রিকেট স্টেডিয়াম।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা