অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা
বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আজ বিকালে দেশে ফিরছে । বিকাল ৫টায় ঢাকায় পৌঁছাবে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন আকবর আলীর দল। বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে টাইগার জুনিয়রদের।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তাদের এ অর্জনে গর্বিত হয়েছে পুরো বাংলাদেশ। আকবর বাহিনীদের এ সাফল্যে রঙিনভাবে সেজেছে বিসিবি।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় যুব টাইগারদের বরণ করে নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। আর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও ঘোষণা করেছেন আকবর বাহিনী দেশে ফিরলে বিমানবন্দরেই তাদের সংবর্ধনা দেয়া হবে।
প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে যুব বিশ্বকাপ ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিলো মিরাজ-শান্তরা।
তবে ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে আকবর বাহিনী। যদিও টুর্নামেন্ট শুরুর আগেই বলা হয়েছিল এবারের বাংলাদেশ দল অন্য যেকোনো বারের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা