অনলাইন ডেস্ক
আজ বুধবার মুন্সীগঞ্জের টঙ্গবাড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে আগামী বছর। আমরা সেই সুদিনের অপেক্ষায় আছি। ডাবল ডেকার পদ্মা সেতু পেতে যাচ্ছে মুন্সীগঞ্জবাসী। যেখানে সড়কও আছে রেলও আছে। আগামী শুক্রবার কর্ণফুলি টানেলের প্রথম টিউব সমাপ্ত হবে। একই দিন দ্বিাতীয় টিউবের কাজও সমাপ্ত হবে। পদ্মা সেতুর সঙ্গে এ কর্নফুলি টানেলও উদ্বোধন হবে।
মন্ত্রী বলেন, আমার শুধু ভয় হয়। কিছু জায়গায় আমাদের কিছু লোকের অপকর্মের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত উন্নয়ন, এতো অর্জন মানুষ আবার ভুলে না যায়। এমন অপকর্ম, খারাপ কাজ, জনগণের সঙ্গে খারাপ আচরন যেখানে হয়, সেখানে শেখ হাসিনার অর্জনও ম্লান হয়ে যাবে। মানুষ নেত্রীর সততায় মুগ্ধ, নেত্রীর উন্নয়নে মুগ্ধ। যদি এলাকায় মানুষকে খারাপ ব্যবহারের মধ্যে পড়তে হয়, মানুষকে অপমান করা হয়, মানুষের প্রতি অন্যায় করা হয়, তখন মানুষ কি শেখ হাসিনার উন্নয়নকে মনে রাখবে? এ অপকর্ম কী আমাদের উন্নয়নকে ম্লান করে দেবে না?
তিনি আরো বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আজকে বিএনপি আলোচনায় বসতে চায়। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচানায় বসার কোনো প্রয়োজন নেই। নির্বাচনকালে নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করবে। নির্বাচনকালীন সময়ে সব কিছু থাকবে নির্বাচন কমিশনের হাতে, তখন সরকার শুধু রুটিক কাজ করবে। মেজর কোনো ডিশিসন সরকার নেবে না।
সেতুমন্ত্রী পদ্মা সেতু সম্পর্কে বলেন, আগামী নভেম্বর মাসে পদ্মা সেতুর পিচ ঢালাই শুরু হবে। জুনের আগেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্ধোধন করবেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুল রাজ্জাক এমপি, আওয়ামী লীগের সাংগঠকি সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিমুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের এমপি ও সাবেক হুইপ অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি।
টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা