অনলাইন ডেস্ক
বুধবার (৭ জুন) সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
‘প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে’—১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে বিদেশিদের মধ্যস্থতা করতে হবে। তিনি বলেন, ‘আমরা আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা আলোচনা করব, আমাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করব। বিগত নির্বাচনের আগেও তো প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান করেছিলেন।’
কাদের বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগে নির্বাচন কমিশন আরও গণতান্ত্রিক হয়েছে। নির্বাচনী ব্যবস্থা আরও গণতান্ত্রিক হয়েছে। আমাদের গণতন্ত্র এখন অনেক পরিপূর্ণ। প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে চলছে। কাজেই এখানে বাইরের কোনো মধ্যস্থতা, বাইরের কোনো হস্তক্ষেপের দরকার নেই।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আমাদের নেত্রীকে হত্যার হুমকি দিচ্ছে। তাদের সঙ্গে আমরা কী আলোচনা করব? তারা আজ নালিশের রাজনীতি করছে। এখন তারা জাতিসংঘের তত্ত্বাবধান চায়।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা