বিএনপি আগামী ১০ ডিসেম্বর ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা করবে। কেন্দ্রীয়ভাবে বিএনপির শোভাযাত্রাটি দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হবে।
সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কথা জানান।
রিজভী বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আগামী ১০ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকায় এবং বিভাগীয় শহরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
রিজভী এ সময় বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, গত এক দশকে দেশ থেকে ৯ লাখ কোটি টাকা পাচার হয়ে গেল, বাংলাদেশ ব্যাংক থেকে লোপাট হয়ে গেল ৮১০ কোটি টাকা। বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার কোটি টাকা। এভাবে রাষ্ট্রীয় মদদে নানা উপায়ে চলছে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন।
তিনি অভিযোগ করেন, ‘নেদারল্যান্ডসের টিউলিপ কম্পানির সঙ্গে কম্পিউটার আমদানির চুক্তি বাতিল সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করছেন।’ সম্প্রতি দুর্নীতি বিরোধী অভিযানে রাঘব বোয়ালদের না ধরে কেবল চুনোপুঁটিদের ধরেছে বলে দলটির অভিযোগ।
তিনি আরও বলেন, উন্নয়নের নামে সারাদেশে যে হরিলুট গত ১১ বছরে হয়েছে, তার বিরুদ্ধে অভিযান চলছে না। নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতির বিরুদ্ধেও অভিযান চলছে না। সত্যিকারের দুর্নীতিবিরোধী অভিযান চালাতে হলে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঘর থেকেই শুরু করতে হবে। সেই সৎ সাহস তারা রাখেন না। ভোগ-লালসায় অস্থির থাকায় তারা কখনও ন্যায়সঙ্গত কাজ করতে পারেন না।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, আব্দুস সালাম আজাদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা