অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের মানুষ এখন আর বিএনপিকে চায় না। তাদের রাজনীতি দেশের মানুষের জন্য না। তারা শুধু ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য তারা সব সময় দেশে ঝামেলা পাকানোর পায়তারা করে। দেশকে অস্থিতিশীল করতে চায়।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের অনুষ্ঠিত খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক টিমের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের মানুষের কাছে এখন বিএনপি মানেই আতঙ্ক। বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। তারা দেশে সাম্প্রদায়িক সন্ত্রাস করছে। তারা ব্যর্থ হয়েছে। তবে সামনেও তারা এমন চেষ্টা করবে।
তিনি বলেন, সভায় খুলনা বিভাগের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে উপস্থিত সব নেতারা তাদের মতামত দিয়েছেন। খুলনা বিভাগের অন্তর্ভুক্ত মেহেরপুর, ঝিনাইদহ ও মাগুরা জেলার সম্মেলন যথাযথভাবে আয়োজন ও আগামী ৪ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার বর্ধিত সভা নিয়ে আলোচনা হয়েছে।