অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বিদ্রোহী মেয়র প্রার্থী ও সাবেক মেয়র বেলাল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
মেয়র প্রার্থী বেলাল উল্লাপাড়া পৌর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিএনপির মনোনয়নে ২ বার মেয়র নির্বাচিত হয়েছিলেন।
এবার পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।
এদিকে দল থেকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত হলেও সাংবাদিকদের কাছে কোন মন্তব্য করেননি মেয়র প্রার্থী বেলাল হোসেন।