অনলাইন ডেস্ক
বুধবার (১৩ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে শাজাহানপুর মাহবুব আলী মিলনায়তনে রেলওয়ে শ্রমিক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপিসহ সাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে নাছিম বলেন, অগ্নিসস্ত্রাস, নৈরাজ্যের রাজনীতি করে বিএনপি মানুষের জীবন নিয়ে খেলছে। কারণ দেশ এগিয়ে গেলে তাদের দুঃখ হয়। তারা দেশকে ধ্বংসের মধ্য দিয়ে আত্মতৃপ্তি খোঁজে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তার ভয়ে বিএনপি নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাস, অগ্নিকাণ্ডের রাজনীতির ফাঁদে দেশবাসী পা দেবে না। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই পিছপা হবে না।
বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা বিএনপি- এমন মন্তব্য করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অপরাজনীতির মধ্যেও আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লড়াই চালিয়ে যাচ্ছে। অগ্নিসন্ত্রাস আর হত্যার রাজনীতি করে বিএনপি টিকে থাকতে পারবে না।
রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএএফ সুমন, প্রচার সম্পাদক কামাল হোসেন, বাবুল হোসেন, সাইদুর রহমান পাভেল এবং মোহাম্মদ কামরুল হাসান, মোবাশ্বের চৌধুরী, ইসমেত জামিল লাভলু, নূরে নবী ভূইয়া রাজু, বিএম ফরহাদ অংকুর, হামিদুর রহমান শামিম, মামুন অর রশিদ শুভ্র, আনিসুর রহমান সরকার, ফারহানা ডলি, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন হাবিবুর রহমান আকন্দ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা