অনলাইন ডেস্ক
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এসময় দুদকের করা মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশের সমালোচনা করেন বিএনপি নেতারা। আদালতে হাজির না হয়ে বিদেশে পলাতক থাকায় ঢাকার একটি আদালত ওই দু’জনের সম্পত্তি ক্রোকের আদেশ দেয়।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই রায় ফরমায়েসি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমনে আদালত ও পুলিশকে ব্যবহার করছে সরকার। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর আহ্বানে বিএনপির আস্থা নেই বলেও জানান তিনি।
এদিকে, দলীয় কার্যালয়ের সামনে বিক্ষাভ সমাবেশ করেছে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, মামলা হামলা ও নির্যাতনের মাত্রা বাড়িয়েছে সরকার। রাজপথে গণ আন্দোলনের মাধ্যমেই সরকারকে হটানো হবে বলে আবারও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা