বায়োমেট্রিকের মাধ্যমে উপস্থিতি জানান না দেওয়ায় আটকে গেছে বেতন। ঘটনাটি ঘটেছে পাশের দেশ ভারতে। দেশটির দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা বেতন পাচ্ছেন না।
শ্রমিকদের দাবি, সিটুর নির্দেশে যান্ত্রিক পদ্ধতিতে হাজিরা দেননি তাঁরা। তাই বাধ্য হয়ে সিটুর পদাধিকারিরাও বেতন নিতে অস্বীকার করেন। বেতন না পেয়ে বুধবার ইস্পাত কারখানার বিভিন্ন বিভাগে বায়োমেট্রিকের মাধ্যমে হাজিরা দেওয়ার বিরোধিতায় বিক্ষোভ দেখান শ্রমিকরা।
সেপ্টেম্বর মাসের হাজিরার ভিত্তিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় অক্টোবরে বেতন হয়। সিটুর দাবি, এবারও সেপ্টেম্বরে বায়োমেট্রিক হাজিরা না দেওয়ায় ৩১২ জন শ্রমিকের বেতন আটকে দিয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানা। ওই কারখানা কর্তৃপক্ষ যে বেতন প্রাপকদের নামের তালিকা ঘোষণা করেছে তাতে এই ৩১২ জনের নাম নেই বলেই দাবি সিটুর। সিটুর যুগ্ম সম্পাদক সৌরভ দত্ত বলেন, “৪২জন বেয়ারারও সেপ্টেম্বরের বেতন নেবেন না বলে জানিয়ে দিয়েছেন।” দুর্গাপুর ইস্পাত কারখানার নন-ওয়াকর্স জোনেই শুধুমাত্র এই যান্ত্রিক উপস্থিতি পদ্ধতি বহাল করা হয়েছে। কারখানার ভেতর এখনও তা চালু হয়নি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা