অনলাইন ডেস্ক
বায়ুদূষণে শ্বাসকষ্টজনিত সমস্যার ঝুঁকি বাড়ায়, যা করোনা আক্রান্ত রোগীদের জন্য মারাত্বক হতে পারে বলে জানিয়ে একদল মার্কিন গবেষক।
যুক্তরাষ্ট্রের বোস্টনের হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গবেষকেরা বলেছেন, সংক্রমণের শিকার ব্যক্তিদের উল্লেখযোগ্য উচ্চ মৃত্যুহারের সঙ্গে বায়ুদূষণের সম্পর্ক রয়েছে।
দেশজুড়ে বিষাক্ত বায়ু স্তরের বিশাল পার্থক্যের পরিপ্রেক্ষিতে গবেষণাটি প্রমাণ করেছে যে দূষিত বায়ু অঞ্চলের লোকের তুলনায় তুলনামূলক কম দূষিত বায়ুর অঞ্চলে বাসকারীদের মারা যাওয়ার আশঙ্কা কম।
ইতালির গবেষকদের করা পৃথক আরেকটি গবেষণায় দেখা গেছে, দেশটির উত্তরাঞ্চলে উচ্চ মৃত্যুর হারের সঙ্গে বায়ুদূষণের সর্বোচ্চ স্তরের বিষয়টি সম্পর্কিত।
দ্য গার্ডিয়ান–এর প্রতিবেদনে জানানো হয়, গেল ৪ এপ্রিল পর্যন্ত ৩ হাজার মার্কিন কাউন্টির ৯৮ শতাংশ জনসংখ্যা নিয়ে করা গবেষণায় বায়ুদূষণ এবং করোনাভাইরাসে মৃত্যু বিশ্লেষণ করেছেন গবেষকেরা।
এতে দেখা গেছে, বায়ুদূষণের মাত্রা সামান্য বাড়লেই ১৫ শতাংশ পর্যন্ত মৃত্যু বেড়েছে। অন্যদিকে, ম্যানহাটানে বায়ুদূষণের মাত্রা কম থাকায় শত শত মানুষ বেঁচে গেছে।
অবশ্য মার্কিনীদের এ গবেষণার সীমাবদ্ধতা নিয়েও প্রশ্ন তুলছেন গবেষকেরা। লন্ডনের কুইন মারি ইউনিভার্সিটির গবেষক অধ্যাপক জোনাথান গ্রিগ বলেন, অধ্যয়নটি পদ্ধতিগতভাবে ঠিক থাকলেও এর সীমাবদ্ধতার মধ্যে ধূমপানের মতো গুরুত্বপূর্ণ কারণ পরিমাপ করা হয়নি। এটি জরুরিভাবে আরো গবেষণা করা উচিৎ ছিল।
হার্ভার্ডের গবেষক দলের সদস্য র্যাচেল নেথেরি বলেন, ‘২০০৩ সালের মহামারির সময়েও সার্স ভাইরাসে মৃত্যু ঝুঁকি বাড়াতে বায়ুদূষণের মাত্রা ছিল। তাই আমরা মনে করছি আগের অনুসন্ধানগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’ দ্য গার্ডিয়ান
Like & Share our Facebook Page
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা