অনলাইন ডেস্ক
আলিয়াঞ্জ অ্যারেনায় ২, ৩৫ ও ৬৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন লেওয়ানডস্কি। এ নিয়ে চলতি মৌসুমে মাত্র ২৭ ম্যাচেই ৩৯টি গোল করেছেন পোলিশ ফরোয়ার্ড। হাতে আছে আরও দুটি ম্যাচ। সুযোগ রয়েছে গার্ড মুলারের রেকর্ড টপকে যাবার। জার্মান কিংবদন্তি ১৯৭১/৭২ মৌসুমে মিউনিখের দলটির জার্সিতেই ৪০ গোল করেছিলেন।
লাইপজিগের বিপক্ষে সপ্তম মিনিটেই ডর্টমুন্ডকে এগিয়ে নেন মার্কো রয়েস। বাকি চার গোল হয় দ্বিতীয়ার্ধে। ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেডন স্যানচো।
এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ৬৩তম মিনিটে লুকাস ক্লোস্টামান ও ৭৭তম মিনিটে দানি ওলমোর গোলে সমতায় ফেরে তারা।ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচ। তবে নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেন স্যানচো।
তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতল বায়ার্ন। এ দিনই ঘরের মাঠে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে হান্স ফ্লিকের দল।৩১ ম্যাচে বায়ার্নে পয়েন্ট ৭১। এক ম্যাচ বেশি খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লাইপজিগ।
বায়ার্নে কোচ হ্যান্স ফ্লিক আগেই জানিয়ে রেখেছেন এই মৌসুম শেষে দল ছাড়তে যাচ্ছেন তিনি। যাওয়ার আগে দলকে লিগের শিরোপা এনে দিলেন এই জার্মান কোচ। তার অধীনে গত মৌসুমে তো বায়ার্ন বছরের ছয়টি শিরোপা জিতে সবাইকে অবাক করে দেয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা