অনলাইন ডেস্ক
এনডিটিভি জানায়, ভারতজুড়ে লকডাউনের মধ্যেই শুক্রবার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ভোরে পরিযায়ী শ্রমিকদের নিয়ে তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডে রওনা হয়েছে প্রথম ট্রেন। ট্রেনে যাত্রী ছিল ১,২০০ জন। সামাজিক দূরত্ব বজায় রেখেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে।
ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের জন্য এই বিশেষ ট্রেনে ওঠার অনুমতি পেতে হলে স্ক্রিনিংয়ের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ না থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভেতরেই চাপ বাড়তে থাকায় পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেনের ব্যবস্থা করল সরকার।
শ্রমিকরা যে রাজ্য থেকে ট্রেনে উঠবেন সেখানকার স্টেশনেই তাদেরকে পাঠানো হবে। সেইসঙ্গে তাদের খাবার ও পানীয়েরও বন্দোবস্ত থাকবে। জেলাশাসকের টেক্সট মেসেজই টিকিট হিসেবে গণ্য হবে।
২৫ মার্চ লকডাউন শুরু হওয়ার পর বাড়ি ফিরতে চরম সমস্যায় পড়েন পরিযায়ী শ্রমিকরা। অভাবে, খিদের তাড়নায় বাড়ি ফেরার জন্য মুম্বাইয়ের বান্দ্রায় লকডাউন উপেক্ষা করে স্টেশনে জড়ো হয়ে গত ১৪ এপ্রিলে বিক্ষোভও করে শ্রমিকরা।
তাদের দাবি ছিল, হয় সরকার তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করুক, নয়ত পেট ভরানোর ব্যবস্থা করুক। এরপরই শ্রমিকদের জন্য বাসের পাশাপাশি বিশেষ ট্রেন চালানোর দাবি ওঠে।
সে দাবি মেনেই এবার ট্রেন চালুর নির্দেশিকা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। ভারতজুড়ে সবখানেই একই নিয়ম কার্যকর করতে বলা হয়েছে।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা