অনলাইন ডেস্ক
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে টাঙ্গাইল আরিচা মহাসড়কের সহবতপুর দাস (মুচি) পাড়া মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতরা হলো- দেলদুয়ার উপজেলার জালালিয়া গ্রামের আ. বারেকের ছেলে প্রেমিক শুভ আকতার সানি (১৮) টাঙ্গাইল সদর কাগমারা এলাকার আ. মান্নানের মেয়ে টাঙ্গাইল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী প্রেমিকা মমতা হিয়া সুর্কনা (১৫) ও টাঙ্গাইল করটিয়া বাইপাস এলাকার মো. মোস্তফা মিয়ার ছেলে বাপ্পী (২২)।
তারা রাতের আধারে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে যাচ্ছিল। প্রেমিকা তার নানা বাড়ী ধুবড়িয়া ইউনিয়নের বলরামপুর থেকে প্রেমিক শুভ ও তার বন্ধু বাপ্পী মোটরসাইকেল যোগে পালানোর উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছলে এ দুর্ঘটনাটি ঘটে। নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রেমিক শুভ তার বন্ধু বাপ্পী ও প্রেমিকা মমতা হিয়া সুকর্না নানার বাড়ি থেকে পালিয়ে মোটরসাইকেল যোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। রাত ১১ টার দিকে তাদের বহনকারী মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দেয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় আরোহী বাপ্পী। অপর আরোহী প্রেমিক শুভ ও প্রেমিকা মমতা হিয়া সুর্কনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা