অনলাইন ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে এ সমাবেশ শুরু হয় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে। দুপুর ১টার পর থেকে রাজধানী এবং আশপাশের জেলা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা বাহারি রঙের ক্যাপ পরে ছোট-ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। সমাবেশে নেতা-কর্মীদের অংশগ্রহণ তুলনামূলক বেশি হওয়ায় ভিআইপি রোডের একপাশে স্থায়ীভাবে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে অপর পাশের সড়কেও নেতা-কর্মীরা অবস্থান নেওয়ায় একটি মাত্র লেনে যান চলাচল করছে।
এদিকে সমাবেশে আসা নেতা-কর্মীদের অনেককে রুটি কলা এবং বিরিয়ানি খেতে দেখা গেছে। ছাত্রদলের নেতা-কর্মীরা বলছেন, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও গাজীপুরের নেতা-কর্মীরা সকালে রওনা হয়েছেন। দুপুরের খাবার খাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। তাই সমাবেশে যতটুকু সম্ভব খাবারের ব্যবস্থা নিজেরাই করেছেন।
ছাত্রদলের এ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর ফকিরাপুল মোড়, সমাবেশের পাশে মিডওয়ে হোটেল এবং নাইটিঙ্গেল মোড়ে বিপুল সংখ্যক পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা