অনলাইন ডেস্ক
বুধবার (২২ অক্টোবর) ডিএসসিসির সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম একটি দপ্তর আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।
ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গঠিত কমিটিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন বাস, ট্রাক টার্মিনালের বাৎসরিক ইজারার মূল্য বিধিবিধান অনুসরণ করে পুনর্নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএসসিসি সূত্রে জানা যায়, এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসিসিসির মহাব্যবস্থাপককে (পরিবহন) এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির পরিবহন বিভাগের সহকারী ব্যবস্থাপককে।
কমিটির বাকি সদস্যরা হলেন– ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সব আঞ্চলিক কর্মকর্তা, ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট অঞ্চলের কর কর্মকর্তা।
এএসএস/বিআরইউ
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা