অনলাইন ডেস্ক
রোববার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।
আজ সকাল থেকে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী আরও বলেন, আমি বাকি টাকা ফেরত চাইলে আমাকে নেমে যেতে বলে চালক, হেলপার ও তার এক সহযোগী। এবং আমাকে বলে, ‘দিমু না কি করবি কর’ এরপর আমি উচ্চ গলায় (চিল্লানোর) পর সে বলে ‘গলা বড় করবি না ৫ টাকা নে আর না হয় নাইমা যা’। ওই শিক্ষার্থী জানায়, এরপর নামার সময় ৫ টাকা ফেরত দিয়ে ধর্ষণসহ শারীরিক হেনস্থার হুমকি দিয়ে ভাষায় প্রকাশযোগ্য নয় এমন মন্তব্য করেন।
বদরুন্নেসার অন্য একজন শিক্ষার্থী নাইমা বলেন, আমি মিরপুর থেকে প্রতিদিন আসা যাওয়া করি। হাফ ভাড়া দিতে চাইলে বাসওয়ালারা খুব বাজে ব্যবহার করে, এমনকি বাস থেকে নেমেও যেতে বলে। এছাড়া বাসের চালক আর হেলপাররা বাসের ভিতর মোবাইলে কিংবা অন্য বাসওয়ালাকে অকথ্য ভাষায় গালি দেয়। যা মুখে আনতেও খারাপ লাগছে।
শিক্ষার্থী সুমি বলেন, আমরা এরকম হয়রানির শিকার আজ নতুন নয়। রাজধানীর সকল বাসেই মূলত এরকম হয়রানি হচ্ছি আমরা।
ইডেন কলেজ পড়ুয়া নাজমা জানান, আমিও আসছি এই আন্দোলনে। আমি আসা যাওয়া করি বাড্ডা টু আজিমপুর। ওরা মাঝে মাঝে হাফ ভাড়া নিলেও বেশির ভাগ সময় নিতে চায় না। দিতে গেলে ভয়ংকর খারাপ আচরণ করে।
এদিকে ঠিকানা বাসের এক কর্মকর্তা জানান, আমরা শিক্ষার্থীদের দাবিগুলো মানার আশ্বাস দিচ্ছি। তার সাথে যে ড্রাইভার এবং সংশ্লিষ্ট শ্রমিকরা ধর্ষণের হুমকি দিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। যদিও তিনি বলছেন ওই ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না।
ওদিকে পুলিশ বলছেন, আমাদের কাছে এখনও কোন লিখিত অভিযোগ আসে নাই। লিখিত অভিযোগ আসলে আমরা ব্যবস্থা নিবো। তাছাড়া এ ধরনের কোনও ঘটনা আর ঘটলে আমরা ব্যবস্থা নিবো।
মূলত শিক্ষার্থীদের দাবি, বাসে অবশ্যই হাফ ভাড়া নিতে হবে। যৌন হয়রানি বন্ধ করতে হবে। মহিলারা বাসে উঠার সময় হেলপার নেমে দাঁড়াতে হবে। বাস পুরো থামিয়ে যাত্রী নামাতে হবে। বাসের ভিতর বিশ্রি ব্যবহার বন্ধ করতে হবে। মহিলা আসন কেবল মহিলাদের জন্যই বরাদ্দ রাখতে হবে।
অপরদিকে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো পেশ করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন শেষ করেন। তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার ভিতরে দাবি মানা না হলে কঠোর আন্দোলন করা হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা