আজমল হোসেন মামুন : বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), চাঁপাইনবাবগঞ্জ ইউনিট কমিটি ও জেলা কমিটি বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে তিনটায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গঠিত হয়। ইউনিট কমিটি ও জেলা কমিটি গঠন সভা পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়ে সন্ধ্যা ৬ টায় শেষ হয়।
সহকারী শিক্ষক জনাব শফিউল আজম ও মোঃনাসিরউদ্দীন এর সঞ্চালনায় উক্ত সভার সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) একেএম ফজলুর রহমান।কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ নূরুজ্জামান রঙ্গিন, সহসভাপতি, কেন্দ্রীয়কমিটি, বাসমাশিস রাজশাহী আঞ্চলিক কমিটির কোষাধ্যক্ষ মোঃ নাসিরউদ্দীন ও সদস্য মোঃ আব্দুল মতিন ।
নব নির্বাচিত হলেন সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব শফিউল আজম ,সাংগাঠনিক সম্পাদক জনাব মাসুদ রানা ও অন্যান্য শিক্ষকবৃন্দ। ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা কমিটির নব্য সভাপতি মোঃ তরিকুল ইসলাম। নেতৃত্ববৃন্দ সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়নে মাধ্যমিক শিক্ষার গুণগত পরিবর্তন দরকার বলে মত দেন।এজন্য শিক্ষানীতি ২০১০ এর আলোকে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ও বদলি না করে নিয়মতান্ত্রিক প্রমোশন দিয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের দাবি জানান। সভাপতির বক্তব্যের সাথে সহমত জানিয়ে আলোচনায় অংশ নেওয়া বক্তারা আরো জানান, বঙ্গবন্ধুর সোনার বাংলা আর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ,পরিশ্রমী,সৃজনশীল শিক্ষকদের বিকল্প নেই।
দরকার শিক্ষকদের পেশাগত কাজে সন্তুুষ্টি। কিন্তু দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষকগণ প্রাপ্য টাইমস্কেল/সিলেকশন গ্রেড ও প্রমোশন হতে বঞ্চিত। শিক্ষার গুণগত মানোন্নয়ন করতে হলে বঞ্চিত শিক্ষকদের অসন্তোষ দূর করা প্রয়োজন। সেজন্য শিক্ষকগণের টাইমস্কেল, সিলেকশন গ্রেড প্রদান,২০১০ খ্রিস্টাব্দের শিক্ষানীতির প্রস্তাবনা অনুযায়ী আত্তীকরণ বিধিমালা প্রনয়ণ,সিনিয়র শিক্ষক পদে দ্রুত পদায়ন,মাধ্যমিকে এন্ট্রি পদে নবম গ্রেড প্রদান এবং যৌক্তিক পদ সোপান তৈরি এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার দূরাবস্থা কাটিয়ে শিক্ষার মান বজায় রাখতে পৃথক মাধ্যমিক অধিদপ্তরের জোর দাবি জানান।এছাড়াও শিক্ষক সমিতির শিক্ষকসহ নিরীহ শিক্ষকদের হয়রানি মুলক বদলি যাতে না হয়,সে দিক বিবেচনা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেন এবং দাবি-দাওয়া ও অধিকার আদায়ে বাসমাশিস কে সহায়তা করতে জেলাসহ সারাদেশের শিক্ষককে ঐক্যবদ্ধ হবার পরামর্শ দিয়ে বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ নূরুজ্জামান রঙ্গিন।
নবনির্বাচিত সভাপতি মহোদয় বাসমাশিস কে গতিশীল করতে ঐক্যবদ্ধ হওয়া ও কমিটির কাজ পরিচালনার জন্য ফান্ড গঠনের ওপর গুরুত্বারোপ করেন। ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম ছাড়া মাধ্যমিকের বঞ্চনা মুক্তি সম্ভব নয়।পাশাপাশি শিক্ষক যোগাযোগ রক্ষার জন্য মাসিক সভা ও বাৎসরিক রিক্রিয়েশনের আয়োজনের ঘোষণা দেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা