অনলাইন ডেস্ক
এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, বাস মালিকদের সঙ্গে বৈঠকে আলাপ-আলোচনা মাধ্যমে বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়েও তারাও বেশ ইতিবাচক। আশা করছি ভাড়া কমবে। ক
জানতে চাইলে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ভাড়া কমাতে মালিকদের আপত্তি নেই। মালিকরা আগেও বলেছেন, তেলের দাম কমলে ভাড়া কমানো হবে। ভাড়া কত কমবে- তা সরকার নির্ধারণ করে দেবে। সরকার নির্ধারিত ভাড়া মেনে চলবেন মালিকরা।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ডিজেলের দাম ৮০ টাকা থেকে ১১৪ টাকা লিটার হয়। পরের দিন ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে আড়াই টাকা করা হয়। ৫১ আসনের দূরপাল্লার বাসে ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করা হয়। কিন্তু বাস্তবে দূরপাল্লায় ৫১ আসনের বাস নেই। ৪০ আসনের বাসে প্রতি কিলোমিটারের ভাড়া দাঁড়িয়েছে ২ টাকা ৮০ পয়সার সামান্য বেশি। আসন কমলে ভাড়া আরও বাড়ে।
গত বছরের নভেম্বরে ডিজেলের দাম ৬৫ টাকা থেকে বেড়ে ৮০ টাকা লিটার হওয়ার পরও বাসের ভাড়া বেড়েছিল। ওই সময় ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করে সরকার। ৫১ আসনের দূরপাল্লার বাসে ভাড়া ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়। কিন্তু ৪০ আসনের বাসে প্রতি কিলোমিটারের ভাড়া দাঁড়ায় ২ টাকা ২৯ পয়সার সামান্য বেশি।
২০১৬ সালে ডিজেলের দাম লিটারে ৩ টাকা কমে ৬৫ টাকা হয়েছিল। সেবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া কমেনি। দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারে ১ টাকা ৪৫ পয়সা থেকে ৩ পয়সা কমানো হয়েছিল।
৫ টাকা কামিয়ে ডিজেলের দাম ১০৯ টাকা লিটার করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তেলের দাম কমলেও মঙ্গলবার আগের বর্ধিত ভাড়াই নেওয়া হয়েছে বাসে। যদিও মাসের শুরুতে তেলের দাম বাড়ানোর পর সরকারি সিদ্ধান্তের আগেই বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছিলেন মালিকরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা