অনলাইন ডেস্ক
ম্যাচের শুরু থেকেই বেশ কয়েকটি আক্রমণ করে বার্সা। তবে ৩২তম মিনিটে এগিয়ে যায় সেভিয়া।
বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে বার্সেলোনা। ম্যাচের ৪৫তম মিনিটে উসমান দেম্বেলের কর্নারে লাফিয়ে উঠে হেডে গোল করেন উরুগুয়ের ডিফেন্ডার রোনালদ আরোজো।
দ্বিতীয়ার্ধে ফিরে বড় ধাক্কা খায় সেভিয়া। ৬৪তম মিনিটে দুজনের চ্যালেঞ্জের পর টাচলাইনের বাইরে মেজাজ হারিয়ে আলবার মুখে হাত দিয়ে বল মেরে লাল কার্ড দেখেন ডিফেন্ডার জুল কুন্দে।
এরপর ১০ জনের সেভিয়াকে চেপে ধরে বার্সা। আক্রমণে ধার বাড়িয়ে গোল আদায়ের চেষ্টা করে। ৮৪তম মিনিটে এসেছিল দারুণ এক সুযোগও। কিন্তু বাধ সাধে গোলপোস্ট। দেম্বেলের বাঁ পায়ের শট সরাসরি লাগে পোস্টে গিয়ে।
শেষ পর্যন্ত ১-১ ড্রয়েই মাঠ ছাড়ে দুই দল।
এই ড্রয়ে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
আর ২৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বার্সেলোনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা