লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা।
১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চূড়ায় অবস্থান করছে রিয়াল। ১ ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। অবশ্য শীর্ষে ফেরার সুযোগ থাকছে কাতালানদের।
রোববার রাতে স্প্যানিশ লিগের আরেক জায়ান্ট অ্যাটলেটিকা মাদ্রিদের মুখোমুখি হবেন তারা। এ ম্যাচে জিততে পারলেই গোল ব্যবধানে এগিয়ে শীর্ষস্থান ফিরে পাবেন লিওনেল মেসিরা। তবে হারলে কিংবা ড্র করলে সেরার জায়গা ধরে রাখবে রিয়াল।
এদিন স্থানীয় সময় বিকালে আলাভেসের ঘরের মাঠে আতিথ্য নেয় রিয়াল। শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে তারা। মুহুর্মুহু আক্রমণে তাদের ব্যতিব্যস্ত রাখেন লস ব্লাঙ্কোরা। তবে সহসা গোলের দেখা পাননি তারা।
মেসির ৭০০তম ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন বার্সেলোনা
অবশেষে ৫২ মিনিটে আলাভেসের গোলমুখ খুলে রিয়াল। টনি ক্রসের চোখধাঁধানো ফ্রি-কিকে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করে দলকে লিড এনে দেন সার্জিও রামোস। অবশ্য তার দোষেই দ্রুতই গোল হজম করেন অতিথিরা। ৬৩ মিনিটে নিজেদের ডি-বক্সে প্রতিপক্ষের জোশেলুরের মুখে কনুই মেরে বসেন তিনি।
ফলে রিয়াল অধিনায়ককে হলুদ কার্ড দেখান রেফারি। পাশাপাশি পেনাল্টির বাঁশি বাজান তিনি। সফল স্পটকিকে নিশানাভেদ করে আলাভেসকে সমতায় ফেরান লুকাস পেরেজ।
যদিও ব্যবধান বাড়তে সময় লাগেনি রিয়ালের। ৬৯ মিনিটে ঠিকানায় বল পাঠিয়ে স্কোরলাইন ২-১ করেন দানি কারভাহাল। বাকি সময়ে আর কোনো দলই গোল দিতে পারেনি। ফলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন জিনেদিন জিদানের শিষ্যরা।
Log in our Facebook Page:
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা