অনলাইন ডেস্ক
রোববার (১৪ই জানুয়ারি) রাতে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। সুপার কাপের গত মৌসুমে রিয়াদেই রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা। এবার তাদের হারিয়ে প্রতিশোধ নিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ এই প্রতিযোগিতায় এটি রিয়ালের ১৩তম শিরোপা।
এর আগে ম্যাচের প্রথমার্ধে গল্পে প্রায় পুরোটা জুড়েই ভিনসিউস। ১০ মিনিটের মধ্যেই দুইবার জালে বল জড়িয়ে শুরুতেই প্রতিপক্ষকে চমকে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। স্পটকিক থেকে গোল করে তুলে নেন নিজের হ্যাটট্রিকও। মৌসুমের সেরা ফর্মটা যেন এই ম্যাচের জন্যই তুলে রেখেছিলেন ব্রাজিলের এই স্ট্রাইকার।
ম্যাচের শুরু থেকেই বল পজেশনে রেখে খেলতে থাকে রিয়াল। প্রথম তিন মিনিটেই দুইবার প্রতিপক্ষ রক্ষণে ভীতি ছড়িয়েছে দলটি। দুই মিনিট পর প্রতি আক্রমণে বার্সাও জবাব দিয়েছিল বেশ। তবে সপ্তম মিনিটে প্রথম গোল করে রিয়ালকে লিড এনে দেন ভিনি।
জুড বেলিংহামের কাছ থেকে বল পেয়ে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। এরপর এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বার্সা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাওয়ার আগেই ৩ মিনিটের মধ্যে ব্যবধান ২-০ করেন ভিনি। দানি কারভাহালের লম্বা করে বাড়ানো বল ধরে রদ্রিগো বক্সে ঢুকে বাড়ান ভিনিসিয়ুসের উদ্দেশ্যে। দারুণভাবে স্লাইড করে বলকে জালে জড়ান এই ব্রাজিলিয়ান তারকা।
১০ মিনিটে ২ গোল খেয়ে দিশেহারা বার্সা এরপর আগ্রাসী হয়ে। তবে পরপর কয়েকটি আক্রমণে গিয়েও কাঙ্ক্ষিত গোল পায়নি স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ৩৩ মিনিটে সাফল্য পান লেভান্ডোভস্কি। বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে ব্যবধান কমান এই স্ট্রাইকার। জেই শট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই তারকা।
৬৪ মিনিটে বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর আশা আরও কঠিন করে তোলে রিয়াল। দলকে ৪-১ গোলে এগিয়ে নেন রদ্রিগো। ভিনিসিয়ুসের পাশ ক্লিয়ার করতে পারেননি ডিফেন্ডার জুল কুন্দে। কাছেই থাকা রদ্রিগো অনায়াসে জাল খুঁজে নেন। ৭১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রোনাল্ড আরাউহো। ১০ জনের দল নিয়ে এরপর আর তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি রিয়াল। শিরোপা জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা